সমাজের আলো : মহাসড়কের ব্যাপক চাঁদাবাজির অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গির আরিফকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের হাইওয়ে পুলিশ সুপার। তাকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে ফরিদপুর, মাদারীপুর রিজিওয়নের আরও ৩ ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সকালে বদলির আদেশ ভাঙ্গা হাইওয়ে থানায় আসার পর ওসি মো. জাহাঙ্গির আরিফ বিকালে চার্জ বুঝিয়ে দিয়ে থানা থেকে চলে যান। তবে ওসি জাহাঙ্গির আরিফ মহাসড়কে যে চাঁদাবাজি করতেন তা বর্তমান দায়িত্বপ্রাপ্ত (ওসি) টিআই আছাদুজ্জামান লিখিতভাবে সাংবাদিকদের মাঝে স্বীকার করেছেন।
এদিকে ভাঙ্গার হাইওয়ে থানার ওসির মো. জাহাঙ্গির আরিফের বদলির সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্বস্তি ফিরে পেয়েছেন নসিমন, করিমন, বিভিন্ন ট্যান্সপোর্ট ব্যবসায়ী, স্থানীয় ট্রাক ব্যবসায়ী ও চালকরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি থাকাকালে জাহাঙ্গির আরিফ বিভিন্ন, নসিমন, করিমন, স্থানীয় ট্রাক ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানির ছোট বড় মালামাল নেওয়া গাড়ির থেকে মাসিক চাঁদা নিতেন কমপক্ষে ১০ লাখ টাকা। এছাড়া জব্দকৃত একটি অটোগাড়ি বিক্রির সংবাদ জানাজানি হলে সবার রোষানলে পড়েন তিনি।
এছাড়া ইতিপূর্বে ওসি জাহাঙ্গির আরিফের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে বদলির জন্য মিছিল করেন স্থানীয় জনতা। তারা অভিযোগ করে বলেন, মহাসড়কে চাঁদাবাজিসহ বিভিন্ন সেক্টর থেকে মাসিক আয় করেন কমপক্ষে ১০ লাখ। এই দুর্নীতিবাজ ওসি জাহাঙ্গির আরিফ চলে যাওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন।
নাম প্রকাশ না শর্তে কয়েকজন ট্যান্সপোর্ট ব্যবসায়ী বলেন, আমাদের কয়েকটি ট্যান্সপোর্ট ব্যবসায়ীর কাছ থেকে ওসিকে মাসিক দিতে হতো প্রায় ৫০ হাজার টাকা। পরিবহণের সঙ্গে সম্পৃক্ত সব ব্যবসায়ীরা ওসির নিকট জিম্মি হয়ে ছিল।
এদিকে বৃহস্পতিবার দুপুরে বর্তমান ভারপ্রাপ্ত ওসি টিআই আছাদুজ্জামান এক লিখিত প্রেস ব্রিফিংয়ে বলেন, পূর্বের অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বে থেকে পরিবহণ সেক্টর থেকে বিভিন্ন পরিবহনের ব্যানারে, টোকেন বাণিজ্য, মাসিক বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিলেন বা তাদের নামে উৎকোচ আদায় হতো- তা আজ থেকে তা বন্ধ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ওসি জাহাঙ্গির স্যারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় ডিআইজি ঢাকা রেঞ্জ তাকে বদলি করেছেন।
এডিশনাল এসপি হাইওয়ে ফরিদপুর মো. নুরুল ইসলাম জানান, বিভিন্ন অভিযোগে ওসি মো. জাহাঙ্গির আরিফকে হঠাৎ সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
মাদারীপুর হাইওয়ে রিজিওন এডিশনাল এসপি মো. আছাদুজ্জামান বলেন, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গির আরিফকে স্ট্যান্ডরিলিজ নয় তাকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
কী কারণে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বদলি বা স্ট্যান্ডরিলিজ ওর্ডারে কারণ উল্লেখ থাকে না।

