সমাজের আলো: কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদকে খুন করা হয়। ওসি প্রদীপ টেকনাফজুড়ে অবৈধ কর্মকাণ্ডের অভয়াশ্রম গড়ে তুলেছিলেন বৈধ অস্ত্র ও ক্ষমতা ব্যবহার করে। ইয়াবার কারবারসহ নানা অপকর্মেও জড়িয়ে পড়েন টেকনাফ থানার তৎকালীন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার স্বেচ্ছাচারিতা তো বটেই, ইয়াবা কারবারে সম্পৃক্ত থাকার বিষয়েও কিছু তথ্য জেনে ফেলেছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিনহা। তাই নিজের অপরাধ আড়াল করতে এবং গড়ে তোলা সাম্রাজ্য বাঁচাতে সিনহাকে হত্যার পথ বেছে নেন প্রদীপ। মেজর সিনহাকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে গতকাল আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে র‌্যাব। এর পর রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষায়িত এ বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানান। এদিন সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে নিহত সিনহা মো. রাশেদ খানের বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের করা হত্যা মামলার অভিযোগপত্র জমা দেন র‌্যাবের তদন্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, সিনহা হত্যার ঘটনায় মাদক ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা অন্য তিনটি মামলার সত্যতা পাওয়া যায়নি। প্রসঙ্গত, এ তিনটি মামলা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। একটি মামলায় সিনহার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাতকে; অন্যটিতে সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথকে এবং তৃতীয়টিতে নিহত সিনহাকে আসামি করা হয়। এই তিনটি মামলা শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। এ মামলা তিনটির তদন্ত শেষে শিপ্রা ও সিফাতকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়ে গত বৃহস্পতিবার আদালতে ফাইনাল রিপোর্ট জমা দিয়েছেন র‌্যাবের তদন্ত কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *