সমাজের আলো। ।মামা জসীম উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ওসি। এ প্রভাবে বৃহত্তর নোয়াখালীতে বেপরোয়া হয়ে ওঠেন ভাগ্নে ইয়াসিন আরাফাত সাগর। মামার প্রশ্রয়ে এক সময় জড়িয়ে পড়েন মোটরসাইকেল চোরচক্রের সিন্ডিকেটে। তিন বছরে ওসির ভাগ্নে তিন শতাধিক চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করেছেন। বিষয়টি ‘ওপেন সিক্রেট’ হলেও এ নিয়ে মামা ওসির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি এতদিন। ধীরে ধীরে বৃহত্তর নোয়াখালীতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে ওসির ভাগ্নে হয়ে ওঠেন একচ্ছত্র অধিপতি। ঢাকার একাধিক চোর সিন্ডিকেটের কাছ থেকে আরাফাত মোটরসাইকেল ক্রয় করতেন। তার পর বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন এলাকায় এসব চোরাই মোটরসাইকেল বিক্রি করতেন। ওসির প্রভাবে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও শেষ পর্যন্ত ঢাকা মহানগরের মিরপুর মডেল থানাপুলিশের হাতে পাকড়াও হয়েছেন ভাগ্নে ইয়াসিন আরাফাত সাগর। গত ১৫ অক্টোবর চাটখিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভাগ্নেকে গ্রেপ্তারের খবর মুহূর্তে ওসি জসীম উদ্দিনের কাছে পৌঁছে। ভাগ্নেকে রক্ষায় নিজেই চাটখিলে ছুটে আসেন। অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের নানা প্রলোভনও দেখান। অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা ভাগ্নেকে ছাড়তে রাজি না হওয়ায় তিনি বিভিন্ন জায়গায় তদবিরও শুরু করেন। তবে ওসির ফাঁদে পা না দিয়ে ভাগ্নে আরাফাতকে ঢাকায় নিয়ে আসেন অভিযানিক দলের সদস্যরা। পুলিশের মিরপুর বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা আমাদের সময়কে এসব তথ্য জানিয়েছেন। মিরপুর থানাপুলিশ সূত্র জানায়, শুধু আরাফাত নয়, তার অন্যতম সহযোগী ঢাকায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম দুই হোতা শাহ আলম ও মো. জসীম ওরফে সোহাগকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনে সম্পর্কে ভায়রা ভাই। গত ১৫ অক্টোবর মিরপুর থেকে জসীমকে এবং ১৭ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জ থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।

