সমাজের আলো: যশোরে চেক ডিজঅনার মামলায় পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয়লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। মোয়াজ্জেম হোসেন বর্তমানে খুলনা ডিআইজি অফিসে সংযুক্ত রয়েছেন। মোয়াজ্জেম হোসেন ঝিনাইদহের বেড়বাড়ি গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। এক সময় তিনি যশোর কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মাহবুব আলম বাদী হয়ে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করেন। বিচারক গৌতম মল্লিক অভিযোগটি গ্রহণ করে সমন জারি করেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি যশোর আইনজীবী সমিতির সদস্য। পরিদর্শক মোয়াজ্জেম হোসেন তার পরিচিত ও ঘনিষ্ঠ ছিলেন। মোয়াজ্জেম হোসেনের টাকার প্রয়োজন হওয়ায় অল্প দিনের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে অ্যাডভোকেট মাহবুব আলমের কাছ থেকে ছয় লাখ ৪০ হাজার টাকা ধার নেন। পরে মোয়াজ্জেম হোসেন ধারের টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে গত বছরের ২ সেপ্টেম্বর সোনালী ব্যাংক বাগেরহাট শাখার একটি চেকে ছয় লাখ ৪০ হাজার টাকা লিখে স্বাক্ষর করে দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *