সমাজের আলো : কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী
করোনার বিস্তার ঠেকাতে অভিযান
বৃষ্টির দিনে ফাঁকা রাস্তায় মামলা, আটক ও সাজার সংখ্যা কম
স্টাফ রিপোর্টার ॥ করোনা প্রতিরোধে সারাদেশে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও রাজপথে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃষ্টির দিনে ফাঁকা রাস্তায় মামলা, আটক ও সাজার সংখ্যা কমেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩২০ জনকে গ্রেফতার ও ২০৮ জনকে জরিমানা করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে ৭ আগামী জুলাই পর্যন্ত। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থান ও অঝোরে বৃষ্টিতে সারাদেশে বিধিনিষেধের দ্বিতীয় দিন কঠোরভাবে অতিবাহিত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে রাজধানীসহ সারাদেশে। টানা বর্ষণে ঢাকা শহরের কোন কোন সড়কে পানি জমে গেছে। পানি জমে যাওয়ায় গলিগুলোতেও মানুষের ভিড় কম ছিল। বৃষ্টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজকে সহজ করে দিয়েছে। তবে বৃষ্টির পরে মানুষের অলিগলিতে ভিড় করতে দেখা গেছে। ঢাকার বাইরের জেলাগুলোতে সারাদিন বৃষ্টি অব্যাহত ছিল। ঘরবন্দী মানুষের বাইরে চলাচল কম ছিল।

