সমাজের আলো : ঝিনাইদহে ২২ বছরের এক তালাকপ্রাপ্ত নারীকে ইয়াবা সেবন করিয়ে রাতভর ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।এ ঘটনায় ধর্ষিতার মা পাতা খাতুন বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় টিকটক মডেলসহ দুজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

এর আগে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষিতার বাড়ি পৌর এলাকার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামে।ধর্ষিতা নারী অভিযোগ করেন, তার বান্ধবী সুমি (প্রবাসীর স্ত্রী) মঙ্গলবার বিকেলে তাকে বিউটি পার্লারে নিয়ে যাওয়ার নাম করে শহরের পানি উন্নয়ন বোর্ডের পেছনে জনৈক বিডিআর মিলনের বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকে উপস্থিত ছিল আদর্শপাড়ার তৌফিকুর রহমান টুটুলের ছেলে আশিকুর রহমান রোমেল নামে এক টিকটক মডেল।

ধর্ষিতার ভাষ্যমতে, ওই বাসায় নেওয়ার পর আগে আমাকে জোরপূর্বক ইয়াবা ও গাঁজা সেবন করায় অবসর প্রাপ্ত বিডিআর মিলন ও রোমেল। এরপর রাতভর ধর্ষণ করে তারা। এ সময় বান্ধবী সুমিও একই ঘরে উপস্থিত ছিল। তবে তাকে ধর্ষণ করেছে কিনা তা নির্যাতিতা মেয়েটি বলতে পারেনি। সুমির স্বামী প্রবাসী হওয়ায় সেও বেপরোয়া জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে।হাসপাতাল চত্তরে ধর্ষিতার মা জানান, চক্রটি ধর্ষণের ভিডিও ধারণ করে তার মেয়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বুধবার সকালে মেয়ে বাড়িতে আসলে অসুস্থ হয়ে পড়ে।

তিনি জানান, আমার স্বামী বেঁচে নেই। মেয়েকে শহরের পবহাটী গ্রামে বিয়ে দিয়েছিলাম। বিচ্ছেদ হওয়ার পর এখন আমার কাছেই থাকে। কী করব ভেবে না পেয়ে দুপুরে অসুস্থ মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি।ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার জানান, গোটা চক্র অন্ধকার জগতেচলাফেরায় অভ্যস্ত। এর আগে সুমি জনৈক প্রদ্যুৎ নামে এক যুবকের সাথে আপত্তিকর অবস্থায় পুলিশের হাতে আটক হয়। এছাড়া ধর্ষক আশিকুর রহমান রোমেলও গত ৩ জুন শহরের মহিলা কলেজ পাড়ার একটি বাসা থেকে নারী টিকটকার তুলির সাথে আপত্তিকর অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে। অন্যদিকে বিডিআর মিলন কয়েকদিন আগে শহরের শামীমা ক্লিনিকের সামনে থেকে ইয়াবাসহ আটক হয়। ওই সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ২৩ মাসের জেল দেয়। এ সংবাদ জানার পর তার মুক্তিযোদ্ধা বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জেল থেকে ছাড়া পেয়ে মিলন আবার অন্ধকার জগতে পা রাখে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *