সমাজের আলো: সিরাজগঞ্জের কামারখন্দে মধ্যযুগীয় কায়দায় কথিত এক চোরকে গাছের সঙ্গে বেধে পাশবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামতৈল কলেজপাড়া গ্রামে এ ঘটনা ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, ছাগল চুরি সন্দেহে কথিত এক চোরকে রশি দিয়ে তার হাত পা বেধে তার হাতের নখগুলো প্লাস দিয়ে ভেঙে ফেলতে দেখা যায় স্থানীয় মাছের পোনা উৎপাদনকারী ও ব্যবসায়ী হ্যাপিকে। এসময় কথিত অজ্ঞাত ওই চোর ব্যাপক চিৎকার চেঁচামেচি করতে থাকে। ভিডিও ক্লিপে নির্যাতনকারী হ্যাপি ওই কথিত ওই চোরকে মারতে থাকে আর বলে, “ওর আঙ্গুল দুইটা ভাঙছি ও অন্য চোরদের নাম না বলা পর্যন্ত ওর আঙ্গুল সবগুলো ভাঙবো তার আগে ছাড়বো না। হ্যাপি নির্যাতিত ওই ব্যক্তিকে বলে, আমি ওকে মেরে ফেলবো না, ওর হাতপা ভাঙবো তারপর ছেড়ে দেব।

