সমাজের আলো : বরগুনার আমতলীতে বিয়ের পূর্বেই কন্যা সন্তান জন্ম দিলেন এক স্কুল পড়ুয়া কিশোরী। বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা আর সমালোচনা। সন্তান জন্ম দেওয়া ওই কিশোরী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের বাসিন্দা।কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই শিক্ষার্থী (১৪)-এর সঙ্গে এক বছর পূর্বে একই এলাকার যুবক গুঞ্জুর আলী শিকদারের পুত্র বেল্লাল শিকদার (৪০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।যা এক সময় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে রূপ নেয়। একাধিকবার শারীরিক সম্পর্ক করার ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি কিশোরীর পরিবার এতদিন গোপন রাখে। এরপর গত সোমবার সকালে ওই কিশোরীর প্রসব বেদনা শুরু হলে তার মা গোপনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।দুপুরের পরে ওই হাসপাতালে কিশোরী একটি কন্যা সন্তান জন্ম দেয়। গতকাল মঙ্গলবার এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে বিষয়টি প্রকাশ পায়। পরে আমতলী থানার পুলিশ হাসপাতালে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
সন্তান জন্ম দেওয়া কিশোরীর মা বলেন, আমার ছোট মেয়ে একটি বড় ভুল করে ফেলেছে।

