সমাজের আলো: শখ করে অনেক যুবক কানের দুল পরেন। কিন্তু কপালে গর্ত করে হীরা বসানো ঘটনা কেউ আগে দেখেছেন বলে মনে হয় না। অভিনব এবং অদ্ভুত এমনই এক কাণ্ড করেছেন লিল উজি ভার্ট নামে আমেরিকান একজন র্যাপার গায়ক। তার আসল নাম সিমের উডস। তিনি কপাল খোদাই করে ১৭৫ কোটি টাকার হীরা বসিয়েছেন। তার এই অভিনব কর্মকাণ্ডের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ওই ভিডিওতে দেখা যায় কপালে গর্ত করে বড় একটি গোলাপি হীরা বাসিয়ে মাথা ঝাকাচ্ছেন লিল উজি ভার্ট। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘বিউটি ইস পেইন’। এদিকে, ভিডিওটি পোস্ট করার একদিনে ১১ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।

