সমাজের আলো: এক বছর সাত মাস বয়সের জারা আক্তারের লাশ মৃত্যুর পাঁচ মাসের মাথায় কবর থেকে তোলা হয়েছে। এক সপ্তাহ আগে শিশুটির লাশ রাজধানীর জুরাইন কবরস্থান থেকে তোলা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বুধবার প্রথম আলোকে বলেন, ‘জারার মৃত্যু খুবই রহস্যজনক। আদালতের অনুমতি নিয়ে গত সপ্তাহে লাশ কবর তোলা হয়েছে। ময়নাতদন্ত হয়েছে। তবে আমরা জারার মা মৌসুমী আক্তারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। তদন্তের স্বার্থে তিনি আমাদের কী তথ্য দিয়েছেন, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে জারার ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অনেক তথ্য বেরিয়ে আসবে। শিশু জারার মৃত্যুরহস্য জানার জন্য যত ধরনের ফরেনসিক পরীক্ষার প্রয়োজন, সেগুলো সবই করা হবে।’ জারারা তিন ভাইবোন। এদের মধ্যে জারা ছোট। জারার বড় ভাইয়ের নাম রাতুল (১১) আর বড় বোন ছারা (৯)। এই তিনজনই মা মৌসুমী আক্তারের (২৭) সঙ্গে রাজধানীর কদমতলী এলাকার একটি বাসায় ভাড়া থাকত। তাদের বাবা আলী হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন।
Seen by Yeorab at Thursday 06:13
You sent Today at 22:31
done



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *