সমাজের আলোঃ কবর থেকে ৯০ বছর বয়সের এক বৃদ্ধার মৃত্যুর ১২ দিন পর ফজিলা বেগম (৯০) নামের এক বৃদ্ধার লাশ কবর থেকে তুলে মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে লাশের শরীর থেকে একপাট কাফনের কাপড়ও চুরি করা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী ও মৃতের পরিবার। (বৃহস্পতিবার) ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর (পূর্বপাড়া) কেন্দ্রীয় গোরস্তানে এই নিকৃষ্ট ঘটনাটি ঘটেছে। মৃত ওই নারী একই এলাকার প্রামানিকপাড়ার মৃত আবুল হোসেন প্রামানিকের স্ত্রী ও মহসিন প্রামানিকের মা। গোরস্তানসংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার কিছু ছাত্র কবর জিয়ারত করতে আসে। তখন তারা কবরের পাশে কাফন পরিহিত ও এলাকাবাসী ও মৃতের আত্মীয়দের ধারণা, যারা কুফরি কাজ (তথা তাবিজ-কবজ) করে তাদের পক্ষ থেকেই এই ঘৃণিত কাজটি করা হয়ে থাকতে পারে। দুস্কৃতকারীরা রাতের আঁধারে গোরস্তানে গোর খোঁড়ার কাজে ব্যবহৃত কোদাল, শাবল, নিড়ানি রাখা ঘরের বেড়া ভেঙে নিড়ানি, কোদাল বের করেছে। মৃতের ছেলে মহসিন প্রামানিক জানান, তাঁর মা খুবই পরহেজগার ও নামাজি ছিলেন। তিনি নিয়োমিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। বিগত ৬ বছর আগে তাহাজ্জুদ নামাজ আদায়রত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর কয়েক বছর বিছানায় থেকে চলতি বছরের ৩১ অক্টোবর আনুমানিক ৯০ বছর বয়সে তিনি মারা যান। মহসিন জানান, তাঁর মায়ের কোনো শত্রু ছিলো না। বর্তমানে তাঁদেরও নেই। তবে কারা কেনো এ ধরনের ঘৃণিত কাজ করেছে তা তিনি বলতে পারছেন না। তবে যারা কফরি কাজ করে তাদের পক্ষে এ কাজ করে গতে পারে বলে ধারণা করছেন। সলিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, কবর থেকে লাশ তুলে নিড়ানি দিয়ে গলা কেটে লাশের মাথা নিয়ে যাওয়ার ঘটনাটি চরম নিন্দনীয়, ঘৃণিত ও উদ্বেগের। পুনরায় যেন এ ঘটনা এলাকায় না ঘটতে পারে সে জন্য সকলকে সর্তক থাকতে হবে। স্থানীয় পুলিশ লাশটি পুনরায় কবরস্থ করার জন্য পরামর্শ দিয়েছেন।

