ইয়ারব হোসেন: সাতক্ষীরা জেলায় একদিনে সবচেয়ে বেশি করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আজ রোববার ১২ জন করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। এ নিয়ে জেলায় ৮০ জন আক্রান্ত হলেন।
আক্রান্ত রোগীরা হলেন সাতক্ষীরার দেবহাটার সাহেরা বিবি ,খাদিজা বিবি ,ও রাজু আহমেদ তালা উপজেলার জালালপুর গ্রামের , রিপন মোড়ল, রমা দাস, অহনা বিশ্বাস ও ঠিকানা পাওয়া যায়নি শহিদুল ইসলাম, আব্দুল রউফ, আফরোজা, আহসান কবির , রাজু ও মনিরুজ্জামান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান একটু আগে রিপোর্ট এসেছে। ১২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। অনেকের ঠিকানা পাওয়া যায় নি।এ নিয়ে মোট জেলায় ৮০ জন আক্রান্ত হলেন।

