সমাজের আলো: সাতক্ষীরা জেলায় করোনার মধ্যেও আপরাধ বেড়েছে।খুন, ধর্ষন ও মাদক ব্যবসায়ী বেড়েছে। তালা, কলারোয়া, সদর ও দেবহাটা উপজেলায় হত্যা সংঘটিত হয়েছে। মাদক প্রতিদিন আটক হচেছ। অপরাধ করে জেলে যাওয়ার পর দ্রুত বাড়িতে আসছে অপরাধীরা । এ কারনে জেলায় প্রতিদিন কোন কোন এলাকায় ঘটনা ঘটে চলেছে । সাথে সমানতালে চলছে সরাসরি জমি দখলের ঘটনা। ইতিমধ্যে ৪টি হত্যা ও ১২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ সময়ে ৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮জন। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬ জনের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ২জন। বজ্রপাতে নিহত হয়েছেন একজন। একই সময়ে হত্যার চেষ্টা করা হয়েছে অন্তত ৫ জনকে। এর মধ্যে একজন শ্রমিক নেতা ও চারজন নারী রয়েছেন। নারী নির্যাতনের খবর প্রকাশ হয়েছে একাধিক। ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে দুটি ঘটনার খবর পাওয়া গেছে। চুরির ঘটনা ঘটেছে প্রায় দশটি। ডাকাতির ঘটনা রয়েছে দুটি। সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে কমপক্ষে চারটি। বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে একটি। এছাড়া পূর্ব শত্রুতার জের, জমি নিয়ে বিরোধ, পারিবারিক বিরোধ ও অন্যান্য কারণে বেশ কয়েকটি ঘটনায় আহত হয়েছেন অনেকেই। ছিনতাইয়ের ঘটনাও রয়েছে একাধিক। বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের খবরও পাওয়া গেছে। মাদক ও চোরা চালানের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। পুলিশ ও বিজিবির হাতে আটকও হয়েছে বেশ কয়েকটি চোরা চালান। পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গত ১২ জুলাই তালা উপজেলার পাটকেলঘাটা থানার একটি বিল থেকে রাশেদুল সরদার (৪০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩০ জুলাই সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা এলাকায় দশ মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলী (৪৮) বন্দুকযুদ্ধে নিহত হয়। এরপর তালায় দু’পক্ষের সংঘর্ষে আহত রইজ ফকির (৩৩) চিকিৎসাধীন অবস্থায় গত ৪ আগস্ট মারা যান। এরপর গত ১০ আগস্ট সাতক্ষীরা সদর থানার পুলিশ পাঁচরখি গ্রামের নিখোঁজ ইজিবাইক চালক স্কুল ছাত্র ময়নুর রহমানের মরদেহ সদরের আলিপুরের জয়েন্ট ব্রিকস্ এর সেপটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ময়নুর রহমান হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অপরাধে আলিপুরের হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে। এদিকে সূত্রমতে, জেলায় ৪২ দিনে ১২টি আত্মহত্যার খবর নিশ্চিত করেছে গণমাধ্যম। পুলিশের বরাতে সূত্রটি জানায়, ৩০ জুন সাতক্ষীরার দেবহাটার ভাতশালায় রাকেশ বিশ্বাস (৩০) নামের এক ব্যবসায়ির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন, আশাশুনির কাদাকাটিতে অনিমা সরকার (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ২জুলাই সদর উপজেলার রাজনগরের আশরাফ বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ৯ জুলাই শ্যামনগর কালিনগরের গৌর সরদার (৬৫) আত্মহত্যা করেন। ১০ জুলাই তালা উপজেলার খেশরা গ্রামের গৃহবধূ নমিতা মন্ডল (৪৩) এর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ১৫ জুলাই কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। ১৭ জুলাই তালা উপজেলার বাগমারা গ্রামের খোরশেদ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ২১ জুলাই একই উপজেলার বালিয়াদহ গ্রামের সোবহান কবির (৬১) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৮ জুলাই শ্যামনগরের হরিনগরে একব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়। একই দিন সদরের আলীপুরে সন্দিপ (১৮) নামের কিশোর বিষপানে আত্মহত্যা করে। ৮ আগস্ট কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ মরিয়ম পারভিন (১৮) আত্মহত্যা করে। ৯ আগস্ট শ্যামনগরের কাশিমাড়িতে সবুজ (২০) নামের যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *