সমাজের আলো : করোনাকে ভয় নয় । করতে হবে জয় । করোনায় আক্রান্ত হয়ে জয়ী হলে ফিরে এলেন ইবি থানার ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান। তিনি ছিলেন সাতক্ষীরায় ছিলেন অনেক দিন । মানুষের দোয়া আর ভালবাসা ও আল্লাহুর রহমতে ফিরলেন সকলের মাঝে । ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে করোনাজয়ী ওসি মোহা মোস্তাফিজুর রহমান কে বরণ করে নিল ইবি থানা পুলিশ।দীর্ঘ ১৫-১৬ দিন রাজারবাগ পুলিশ হসপিটালে করোনার চিকিৎসা শেষে রবিবার বিকালে নিজ কর্মস্থল কুষ্টিয়ার ইবি থানায় ফিরে আসেন ওসি মোস্তাফিজুর রহমান। ওসি’র আগমন শুনে আগে থেকেই প্রস্তুত ছিলেন ইবি থানার পুলিশ। বিকালে থানায় আসলে থানার পরিদর্শক তদন্ত ও পরিদর্শক অপারেশন তাকে ফুলেল শুভেচ্ছা জানিযে বরণ করে নেন। তাদের প্রিয় অবিভাবক কে কাছে পেয়ে আগেবে আপ্লুত হয়ে যান। এসময় দুই লাইন করে দাড়িয়ে তাদের অবিভাবক কে করতালি দিতে দিতে স্বাগতম জানান।এসময় ওসি মোস্তাফিজ পুলিশ প্রধান,খুলনা রেঞ্জ ডিআইজি ও কুষ্টিয়ার পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞা জানান। ইবি থানার পরিদর্শক তদন্ত বলেন, আজ মনে হচ্ছে ইবি থানা তার প্রাণ ফিরে পেয়েছে। এতদিন ওসি মোস্তাফিজ ছিলেন না, ইবি থানায় কারো মনে কোন আনন্দ ছিলো না।তিনি আরো বলেন,ওসি মোস্তাফিজুর রহমান আমাদের কে নিজের ছেলে/ভাই এর মত আগলে রাখতেন।তার অভাব আমরা এতদিন বুঝতে পেরেছি। ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান,আমার জন্য বহু মানুষ দোয়া করেছেন। স্যারেরা সকল সময় খোঁজ খবর নিতেন। তিনি সকলকে মাস্ক ব্যাবহারের জন্য আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *