রবিউল ইসলাম শ্যামনগর প্রতিনিধি :  করোনার ভাইরাসের মাঝে শ্যামনগর উপজেলা ব্যাপি হালখাতার হিড়িক পড়েছে। বাইরে করোনার ভয়, ঘরে থাকলে দোকানদার আর মহাজনের হালখাতার চাপ। মানুষ এখনো ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে পারিনী অধিকাংশ সাধারন মানুষ দিশেহারা।তার পরেও মড়ার উপর খাঁড়ার ঘা। সারা দেশের মানুষ যখন করোনা ভাইরাসের মধ্যে অতি কষ্টে না খেয়ে অর্ধ অনাহারে জীবন যাপন করছে ঠিক সেই মুহুর্তে গোদের উপর বিশ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে হালখাতা। পরিবারের মুখে দু’মুঠো আহার জোটাতে যখন মানুষের জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনি বাজারের বিভিন্ন দোকানীরা হালখাতা দিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে হালখাতা টা যেন করোনার ভয়াবহতা থেকেও ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। অসহায় বানভাসি শ্যামনগর বাসীর জন্য আজ বিধিবাম হয়েছে। পরিবার ও সন্তানের মুখে দু মুঠো আহারের জন্য মানুষ ত্রাণ আর সাহায্যের চেয়ে মানুষের দুয়ারে ঘুরছে ঠিক তখন শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজার ও গ্রাম্য সকল দোকানি ও মহাজনরা মানুষের বুকের উপর পাষান দিয়ে ঋণ পরিশোধ করতে মরিয়া হয়ে উঠেছে। ফলো শ্রুতিতে রক্ত বিক্রি করে হলেও দেনা পরিশোধের যাতাকলে পিষ্ট হয়ে জীবন যাপন করছে এ এলাকার জনগণ। গত ২/৩ সপ্তাহ ধরে মহাজন ও দোকানিরা কাবলী ওয়ালার বেশ ধরেছে। শুরু করেছে পৈচাসিক নির্যাতন। সরেজমিনে গিয়ে দেখা যায় গত কয়েক দিন যাবত শ্যামনগর বিভিন্ন অঞ্চলে সকল দোকানিদের হালখাতার কার্ড প্রদান করছে। খোজ নিয়ে জানা যায়, এ সকল ব্যবসায়ীদের হালখাতা অনুষ্ঠানে আমন্ত্রিত ক্রেতাদের অধিকাংশই অনুপস্থিত। ৪ ভাগের ১ ভাগ খরিদ্দার হালখাতায় অংশগ্রহণ করলেও বেশিরভাগই দায় সারা ভাবে হালখাতায় অংশ নিচ্ছেন। কারণ জানতে কয়েকজন খরিদ্দারের সাথে কথা বলে জানা যায় , প্রতিটি পরিবারই অর্থ সংকটে দিনাপাত করছে কেউ কেউ তিন সাঝ না দুই সাঝ খেয়ে দিন পার করছে । অনেকই ঔষধ কিন্তে না পেরে রোগ ভোগ করছে। সমস্যার যেন কোন কিনার তাদের নেই। ঋণের টাকা পরিশোধ করবেন না? এমন প্রশ্নের জবাবে এক খরিদ্দার জানান, হালখাতা করব কোথা থেকে! যেখানে পেটের ক্ষুধা নিবারণ করতে পারছিনা? হাতে একটি টাকা নেই আর সেই মুহুর্তে। হালখাতার আর এক মহামারী দাড়িয়েছে। আয়ের জন্য বাইরে বের হলে করোনার ভয়, ঘরে থাকলে হালখাতার চাপ বিধায় মরণ ছাড়া কোনো গতি খুজে পাচ্ছি না। তাদের ভাষ্য এমনই, খেয়ে বসেছি দেনা করে তো অবশ্যই পরিশোধ করব কিন্তু এই বিপর্যয়ের মধ্যে নুন আনতে তো পান্তা ফুরিয়ে যাচ্ছে। কোনদিন দু’বেলা আবার কোনোদিন না খেয়েও বাচ্চাদের নিয়ে জীবন যাপন করছি। রক্ত বিক্রি করেও তো এ দেনা পরিশোধ হবেনা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক খরিদ্দারজানান, হালখাতা হালখাতা আর হালখাতা। কাপড়ের দোকান, মুদি দোকান সহ ১৫ দোকান থেকে কার্ড পাওয়ায় অনেকটা দিশেহারা হয়ে আছি। যদি হালখাতার টাকা পরিশোধ করতে না পারি তবে বেধে রাখবে বলে অনেকে আমন্ত্রণের সাথে হুমকি দিয়ে গেছে। একে তো করোনা ভাইরাস তার উপর ঘুর্নিঝড় আম্পান আর অতি বৃষ্টি এ যেন এক দুর্যোগের বছর। অন্য বছর গুলোতে তারা ধান, সুন্দরবনে কাঁকডা ও মাছ ধরে এবং সমিতি হতে ঋণ নিয়ে হালখাতার দেনা পরিশোধ করতো। কিন্তু ঘুর্নিঝড় আম্পানে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় নিজের খাওয়ার মতো কোনো চাউল নাই। মাছ কাকড়া করোনার কারনে বিক্রয় বন্দ এবং বন বিভাগ কতৃক দীর্ঘ দিন পাশ পারমিট বন্ধ ছিলো।ঘূর্ণিঝড়ে বাড়ি-ঘর ঝড়ে ভেঙ্গে পড়ায় আরও ঋণ করে তা মেরামত হয়েছে এখনো অনেকই একটু মাথা গোজার ঠাঁইও করতেও পারিনি। আরও জানা যায়, অন্যান্য বছর স্থানীয় সমিতি হতে ঋণ নিয়ে তারা হালখাতার টাকা পরিশোধ করে থাকেন। কিন্তু এ দুর্যোগের ভেতর এনজি ও গুলো তাদের ঋন দিতে অপারকতা প্রকাশ করেছে। আবার ঋণের টাকা ঠিকই নিতে প্রতিদিন দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে এন,জিও কর্মী। উপায়ন্তর না দেখে অনেকে ঋণের টাকা দিতে অব্যাহত রেখেছে। সবকিছু মিলে শ্যামনগর বাসী, এই (হাল খাতা মহামারি) প্রাকৃতিক দুর্যোগ , সমিতি , আর সুদখোর মহাজন নিয়ে কঠিন কষ্টে জীবন যাপন করছে। তাই এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে যদি হালখাতা, সুদখোর এবং এনজিও দের ঋণের হাত থেকে পরিত্রাণ পাই তাহলে পরিবার পরিজন নিয়ে প্রাণে বাচতে সক্ষম হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *