সমাজের আলো : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭ টা ২৫ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেরপুরের নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাও গ্রামের মো. একিম উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন। এসআই হিসেবে কর্মরত ছিলেন ময়মনসিংহের নান্দাইল মডেল থানায়। তার স্ত্রী কল্পনা বেগম জানান, ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে গত ১ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা অবনতি হলে ৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্ট অবস্থায় আজ মৃত্যুবরণ করেন। নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে তার দাফন করা হবে বলেও জানান তিনি।

