সমাজের আলোঃ মাদারীপুরের টেকেরহাট থেকে খুলনার শেখপাড়ায় নিজের বাসায় আসেন এক গৃহবধূ। গতকাল শুক্রবার দুপুর ১২টায় ফিরলেও করোনাভাইরাস আতঙ্কে তাকে বাসায় ঢুকতে দেয়নি অন্য ভাড়াটিয়ারা। ফলে স্বামী সাইদুলকে নিয়ে রাত ১১টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘোরেন ওই গৃহবধূ। শেষ পর্যন্ত ১১ ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় নিজ বাসায় ওঠেন তারা।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বাবু হরষিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে তিনি শেখপাড়া এলাকায় গিয়ে ওই বাড়ির অন্য ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সচেতন করে মানবিক আচরণ করার জন্য আহ্বান জানান। এরপর তারাই ওই নারীকে ঘরে তুলে দেন।
ওই নারীকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। আজ শনিবার হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসতে বলা হয়েছে বলেও জানান এসআই।
জানতে চাইলে গৃহবধূ হাসিনা বলেন, ‘গ্রাম থেকে দুপুরে আসার পর বাসায় গেলে সবাই মিলে আমাকে বের করে দেয়। তারপর রাস্তায়ই বসে আছি।’
তার স্বামী সাইদুল ইসলাম জানান, তিনি রিকশা চালিয়ে সংসার চালান। দুপুরে তার স্ত্রীকে বের করে দেওয়া হলে তিনি তাকে নিয়ে হাসপাতালে যান। সেখান থেকে ঘুরে বিকেলে আসার পর তাকেও বাসায় ঢুকতে বাধা দেওয়া হয়। তাই বিকেল থেকেই ফুটপাতে আছেন তিনি।
বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা আনসার আলী বলেন, ‘করোনা আতঙ্কের কারণে ভাড়াটিয়ারা সবাই মিলে তাকে ঘরে উঠতে বাধা দেয়। বাড়ির মালিক খবর পেয়ে পরীক্ষা করার আগে তাকে ঘরে উঠতে দিতে নিষেধ করেন।’
এ ব্যাপারে বাড়ির মালিক হালিম মুন্সীর স্ত্রী বলেন, ‘করোনা ঝুঁকিপুর্ণ জেলা মাদারীপুর থেকে আসার কারণে তাকে ঘরে উঠতে নিষেধ করা হয়েছিল।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *