সমাজের আলো: খুলনা মহানগরীর করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) করোনা আক্রান্ত এক নারীকে যৌন হয়রানির অভিযোগে এক ওয়ার্ডবয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নজরুল।
মঙ্গলবার ভোরে নগরীর হাফিজনগর এলাকা সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত হয়ে মহানগরীর বাসিন্দা এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে ওয়ার্ডবয় নজরুল পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়। এ ঘটনায় নজরুল নামে ওই ওয়ার্ড বয়কে সোমবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে মঙ্গলবার ভোরে ওই ওয়া্র্ডবয়কে গ্রেপ্তার করে পুলিশ।

