সমাজের আলো : করোনার সংক্রমণের শুরু থেকেই বিপাকে পড়া মানুষের পাশে খাদ্য, ওষধসহ নিত্যপণ্য সামগ্রী দিয়ে আসছিলো সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন। তবে এবার করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সুবিধার্তে ব্যতিক্রমী এক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সংগঠনটি। মুমূর্ষ রোগীর জন্য চালু করেছে ‘সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনটির হটলাইনে ফোন করলে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা। পারিবারিক বাঁধা ও জীবনের ঝুঁকি থাকলেও মানবতার ডাকে ছুটছেন এই ফাউন্ডেশনের সদস্যরা। যখন কোন করোনা আক্রান্ত বৃদ্ধ-বৃদ্ধাকে অক্সিজেন পৌঁছে দেন, তখন যেন সন্তানের মতো নিজের বাবা মাকেই সেবা দিচ্ছেন এমন আনন্দের অনুভূতি থেকেই এ কাজ করে যাচ্ছেন বলে জানান ফাউন্ডেশনটির কর্ণধার মঈনুল আমিন মিঠু। চলতি বছরের মে মাসে করোনার সংক্রমণ বাড়তে শুরু করলে খুলনা ব্লাড ব্যাংকের সহযোগিতায় মাত্র ছয়টি সিলিন্ডার নিয়ে এ কাজ শুরু করেন তারা। এখন সে সিলিন্ডারের সংখ্যা ১০টি। ইতিমধ্যে প্রায় ২০জন করোনা আক্রান্ত ব্যক্তির মাঝে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মাধ্যমে পৌঁছে দিয়েছেন অক্সিজেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *