আতাউর রহমান : করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং এর বিস্তার রোধে যশোরের শার্শার সবচেয়ে বড় পশুর হাট সাতমাইল বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। শনিবার ( ২৬ জুন) দুপুরের দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা পশুহাট বন্ধের তথ্য নিশ্চিত করেন। এদিকে স্থানীয়রা জানায়, শার্শার সাতমাইল পশুর হাট দক্ষিন পশ্চিমাঞ্চলের সব থেকে বড় হাট। এই পশু হাটে দেশের সব অঞ্চল থেকে ব্যাপারীরা এসে পশু কিনে নিয়ে যান। করোনার মহামারি পরিস্থিতির মধ্যে দেশের কয়েক জেলার পশু হাট বন্ধ করা হলেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সাতমাইল হাট পরিচালনার অনুমতি বহাল রাখে শার্শা উপজেলা প্রশাসন। পরে হাটে হাজার হাজার মানুষের সমাগম হওয়ায় স্বাস্থ্যবিধি রক্ষা সম্ভব হচ্ছিল না। ফলে উক্ত এলাকায় করোনা সংক্রমণের হার বেড়ে যাচ্ছে এবং গত ১৫ দিনে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। শার্শার উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আফিল রেজা জানান, সীমান্তে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় আপাতত সাতমাইল পশুহাট বন্ধ রাখা হচ্ছে। পরিবেশ পরিস্থিতি বুঝে আবার চালু করা হবে।

