সমাজের আলো: কলারোয়া উপজেলায় ১জন আনসার ভিডিপি সদস্যকে কর্ম সংস্থান ও গরু মোটা তাজা করার জন্য ১,০০০০০( এক লক্ষ) টাকার চেক বিতরন করা হয়েছে। উপজেলা নবাগত নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা চেক বিতরন করেন। করোনা মহামারির মধ্যে পরিবারকে স্বচ্ছলতা আনার জন্য এই উদ্যোগ গ্রহন করেন, বলে সাংবাদিকদের জানান।

