সমাজের আলো : কলারোয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর নেতৃত্বে হামলা চালিয়েছে পুলিশের উপর। হামলায় একজন এএসআই সহ চার পুলিশ সদস্য আহত হয়েছে।রাত আটটার দিকে কলোরায়া থানা সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কলারোয়া থানার এএসআই আসলাম সিকদার ,কনস্টেবল মিজানুর রহমান, মিলন বিশ্বাস ও ফাইসাল হোসেন।
কলারোয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান রাত আটটার দিকে পুলিশ দায়িত্ব পালন করছিলেন।হঠাৎ পরাজিত প্রার্থী আলতাব হোসেন লালটু নেতৃত্বে ২৫-৩০ জন দুর্বৃত্ত হঠাৎ করে হামলা চালায় পুলিশের উপর ।হামলায় চার পুলিশ সদস্য হয়েছে। আহতদের উদ্ধার করে কলোরায়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বাপি কুমার দাস জানিয়েছেন চার পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ।পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *