সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়া ধান ঝাড়তে গিয়ে বৈদ্যুতিক তারের স্পর্শে থাকা গেটে হাত দিয়ে চারুবালা (৭০)নামে একজনের মৃত্যু খবর জানা গেছে। চারুবালা কলারোয়া সদর উপজেলার যুগীখালী তরুলিয়া এলাকার মৃত সন্তোষ বিশ্বাস এর স্ত্রী।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘরের লোহার দরজা খোলার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত জানতে চাইলে, চারুবালার পোতাছেলে রামপ্রসাদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, মৃত চারুবালা তার বাড়ির বারান্দায় থাকা লোহার দরজা খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ূন রশীদ তুষার জানান, মৃত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
কলারোয়া থানা কে জানিয়েছি।

