সমাজের আলো : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে স্বানীয় সরকার প্রতিষ্ঠান কর্তিক মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, ও বীরতৃগাথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৪ টার সময় কেরালকাতা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান শ ‘ম মোরশেদ আলী ভিপি’র সভাপতিত্বে, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু।
এসময় বঙ্গবন্ধু ও শহীদদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী এক যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। আর আজ সেই বিজয়ের ৫০ তম বার্ষিকী উদযাপন করিছি আমরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধাকালীন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আঃ গফ্ফার, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা জর্জ কোটের এ, পি, পি, আরশাফুল আলম বাবু, মোঃ শিমুল হোসেন মেম্বার, মো মোশারফ হোসেন, মুজিবুর রহমান মজু, মোঃ মোস্তফা, মিজানুর রহমান, শহিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
