সমাজের আলো : কলারোয়া থানায় নবাগত ওসি হিসেবে মো: নাসির উদ্দীন মৃধা যোগদান করেছেন। ২৪ ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি থানার চার্জ বুঝে নেন। এর আগে গেল বৃহস্পতিবার রাত ১০ টায় আনুষ্ঠানিকভাবে বিদায়ী ওসি আলহাজ্ব মীর খায়রুল কবীর ও নবাগত ওসি মো: নাসির উদ্দীন মৃধা’র সংবর্ধনা প্রদান করেন কলারোয়া থানা।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের সদর সার্কেল মীর আসাদুজ্জামান।ওসি নাসির উদ্দীন মৃধা ১৯৯৮ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১১ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে কুমিল্লা জেলার বরুড়া ও চান্দিনা থানায় দীর্ঘ কয়েক বছর তিনি অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
ওসি নাসির উদ্দীন মৃধা জানান সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাদক বিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, এটা একটা টিম ওয়ার্ক। একা কোন কিছু করা সম্ভব নয়। তাই তিনি তাঁর দায়িত্ব পালনে কলারোয়া থানার পুলিশের সব সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

