সমাজের আলো।। কলারেয়ার হাসপাতালের চত্বর চালক মোহাম্মাদ সাহাজান আলীকে অজ্ঞান ইজিবাইক চুরি করে নিয়ে গেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দ কাটিগ্রামের রইচ উদ্দিনের ছেলে।
শাহজান আলী ভাড়া নিয়ে কলারোয়ার হাসপাতালে যায়। যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে ইজি বাইক নিয়ে যায়।বর্তমানে সে অসুস্থ হয়ে কলারোয়া হাসপাতালে ভর্তি রয়েছে।

