সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ার ৮নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যানদ্বয় আবারোও দলীয় মনোনয়ন পেয়েছেন।উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসলামুল আলম আসলাম আওয়ামীলীগের আস্থাভাজন হয়ে আবারো নৌকার মাঝি হলেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাদের প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে।বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চম ধাপের তফশিল মোতাবেক কলারোয়ার ৮ নং কেরালকাতা ইউপি ও ১০ নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচন আগামী ৫ জানুয়ারী-২০২২’ অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।উল্লেখ্য, কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে এই দু’টি ইউনিয়ন পরিষদ বাদে দ্বিতীয় ধাপের তপশিল অনুযায়ী ১০টি ইউপি নির্বাচন গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

