সমাজের আলো : মলার প্রধান ভিকটিম শেখ হাসিনা ঘটনার সময় রাষ্ট্রের সদ্য সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন।তিনি ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে মফস্বল শহর সাতক্ষীরায় একটি মানবিক কাজ (ধর্ষিতাকে দেখে) শেষে ফেরার পথে আসামীদের দ্বারা সংঘটিত এমন ঘটনা ধিক্কারজনক ও চরমভাবে নিন্দনীয়। এটি কেবল দন্ডনীয় অপরাধ নয়, বরং দেশের রাষ্ট্রাচার, মানবিকতা, নৈতিকতা ও সৌজন্যবোধের ক্ষেত্রে চরম কুঠারাঘাত। কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতে দায়েরকৃত পৃথক ২টি আপীল মামলার রায়ের পর্যবেক্ষণে এসব কথা বলেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি মঙ্গলবার প্রকাশ্য আদালতে আপীল মামলা ২টি না-মঞ্জুর করে নি¤œ আদালতের বিচারকের দেয়া রায় ও দন্ডাদেশ বহাল রাখার আদেশ দেন এবং বিচারিক আদালত তথ্য ও আইনগত কোন ভুল না করায় উক্ত দন্ডাদেশে হস্তক্ষেপের কোন কারণ নেই মর্মেও উল্লেখ করেন।
জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের একটি মামলায় চলতি বছর ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে রায় হয়। রায়ে ৫০ জন আসামীর সকলকে বিভিন্ন মেয়াদে সাজা হয়। উক্ত মামলায় আসামী পক্ষের দায়ের করা একাধিক আপীল মামলা সম্প্রতি দায়রা জজ আদালতে দ্রুততম সময়ের মধ্যে শুনানী সম্পন্ন হয়েছে। বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এসব আপীল মামলার মধ্যে বেশ কয়েকটি আপীল মামলায় ইতিপূর্বে সাজা বহাল রাখার আদেশ দেন। এছাড়া মঙ্গলবার আপীলকারী আসামী শেখ তামিম আজাদ মেরিন, আব্দুর রকিব, ময়না ও রিংকুর আপীল ২৮/২১ নম্বর মামলাটি এবং অপর আপীলকারী আসামী আক্তারুল ইসলামের আপীল ৩৬/২১ নম্বর মামলাটি রায়ের জন্য দিন ধার্য ছিল। রায়ে আপীল না মঞ্জুর করে নিন্ম আদালতের সাজা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ আপীল ৪২/২১ ও আপীল ৪৯/২১ নম্বর মামলায় রায়ের জন্য দিন ধার্য্য আছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১২টার দিকে তিনি তাঁর সফর সঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌছালে তাঁকে প্রাণনাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা।

