সমাজের আলো : সড়ক দূর্ঘটনায় মোঃ সামছুর রহমান (৩৫) এর মৃত্যু হয়েছে । আজ (১৩)ই ফেব্রুয়ারী দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে । তার বাড়ি গোবিন্দকাঠি গ্রামে।তার স্ত্রীকে প্রতিদিনের ন্যায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে নিয়ে আসার জন্য যাচ্ছিল। তার স্ত্রী কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বহিরবিভাগে মহিলা স্বস্থ্য বিভাগের দায়িত্ব পালন করেন।
কিন্তু পথিমধ্যে যুগিবাড়ী বাজার পার হওয়ার সময় হঠাৎ তার বাম পাশের দিক হতে একটা সাইকেল তাকে হালকা ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যায়। এ সময় কলারোয়া দিক হতে একটা দ্রুতগামী ট্রলি তার বুকের উপর দিয়ে উঠে যায়।
তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই মোঃ মিঠু।

