সমাজের আলো : কলারোয়ার এক আলোচিত নাম গামা শহিদুল। ওরফে জুয়া শহিদুল। প্রকাশ্যে কলোরোয়া পৌর সদরে ইউরিকা তেল পাম্পের পিছনে চলছে জুয়ার বোর্ড। সকাল দশটার দিকে শুরু হয় খেলা চলে গভীর রাত পর্যন্ত। সাধারণ মানুষের জিঞ্জাসা চলছে কি ভাবে এ জুয়ার বোর্ড। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় ইট ভাটার মধ্যে শুরু হয় খেলা। পুলিশ আসলে কি জুয়ার বোর্ড চলছে জানেন না। অভিযোগ আওয়ামীলীগের একটি পক্ষের সহযোগিতায় চলছে জুয়ার বোর্ড চলছে ।একটি দায়িত্ব শীল বলছে দশটি স্থানে জুয়া খেলা চলছে। সোনাবাড়িয়া,চন্দনপুর,দেয়াড়ার কাশিয়াডাঙ্গা রেজাউল ,কলাটুপিসহ দশ স্থানে জুয়া খেলা চলছে।

