সমাজের আলো : ‘২০১৩ সালে জামাত- বিএনপি’র হাতে নিহত শহীদদের শোক স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সোমবার(১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ”লীগের সভাপতি ও শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন।প্রধান অতিথি বক্তব্য রাখেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ’র সহধর্মিনী সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফ্ফার।
উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কপাই সাধারন সস্পাদক আ’লীগ নেতা এ্যাডঃ শেখ কামাল রেজা, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম,’আ’ লীগ নেতা এসএম মনিরুল ইসলাম মনি, শফিকুল ইসলাম, প্রভাষক আজিজুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগস কাজল,পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, সঞ্জয় সাহা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না ও সাঈদুজ্জামান সাঈদ ।
বক্তারা, বলেন ২০১৩ সালে জামাত-বিএনপি’র সহিংসতায় শহীদ আ’লীগ নেতা গোপীনাথপুর গ্রামের আজহারুল ইসলাম সাজু, শহীদ যুবলীগ নেতা সরসকাটি গ্রামের মেহেদী হাসান জজ, শহীদ আ’লীগ নেতা ছলিমপুর গ্রামের মাহবুবুর রহমান বাবু ও শহীদ আ’লীগ নেতা দেয়াড়া গ্রামের রবিউল হাসানের নৃশংসভাবে হত্যার দ্রুত করতে হবে। দ্রুত বিচার না হলে খুনিরা আরো উৎসাহ পাবে।বক্তারা আরো বলেন, জেলা সহ স্থানীয় আ’লীগ নেতাদের মতপার্থক্য ভুলে যেয়ে বৃহৎ স্বার্থে শহীদ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হওয়ায় জামাতা- বিএনপির হাতে নিহত উপজেলার শহীদ ৪ আ’লীগ নেতা হত্যার দ্রুত বিচারের দাবীতে সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করার আহবান জানানে হয়।

