সমাজের আলো : কলারোয়ার উত্তর বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সমাজের আলোতে একটি প্রতিবেদন প্রকাশের পর তদন্ত টীম গঠন করা হয়েছে। আজ শনিবার কলারোয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম রোকনুজ্জামান জানান,সমাজের আলোর প্রতিবেদনটি তাদের নজরে আসে । তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সমাজের আলোর প্রতিবেদন সঠিক ছিল। এ ঘটনা নিয়ে একটি তদন্ত টিম টি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে । বর্তমানে একটি টিম ঘটনাস্থলে আছেন।

