সমাজের আলো : কাজিরহাটের অসুস্থ্য আর অসহায় রোগীদের সেবা দিতে এই প্রথম বেসরকারি ভাবে একটি ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। ফিতা কেটে ক্লিনিকটির শুভ উদ্বোধন করা হয়। শুক্রবার (৪মার্চ) সকালের দিকে স্থানীয় কাজিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুস সাত্তারের ভবনের দ্বিতীয় তলায় ওই ক্লিনিকের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে কাজিরহাট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি ও কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি এড.আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, কাজিরহাট কলেজের প্রভাষক রিজাউল ইসলাম, কলারোয়ার প্রবীণ ডাক্তার আব্দুল হান্নান। প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) বলেন-এই ক্লিনিক হলো একটি সেবামূলক প্রতিষ্ঠান, তাই এখানে আগন্তক সকল প্রকারের রোগীদের সাথে সৌজন্য মূলক ও সুন্দরভাবে আচরণ করতে হবে। তিনি এসময় আরো বলেন-ক্লিনিকে সেবা নিতে এসে যেন কেহ হয়রানির শিকার না হয় এবং পাশাপাশি আরেকটি ক্লিনিক এখানে আছে তাদের সাথে কোন প্রকারে কোন কিছুই নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না হয় সেদিকে ক্লিনিক কর্তৃপক্ষকে বিশেষ ভাবে নজর রাখতে হবে। মনে রাখতে হবে প্রতিহিংসার জায়গা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নয়, যদি এমনটি হয় তাহলে উভয় ক্লিনিককে তার খেসারত দিতে হবে। এর আগে ক্লিনিকটির পরিচালক ডাঃ তৌহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *