সমাজের আলো : সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন এ-র হুলু’হলিয়া গ্রামের যশোর এমএম কলেজের ইংরেজি অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী, ঢাকা মোহাম্মদপুর সরকারী কমার্শিয়াল ইনস্টিটিউট কর্মরত লম্পট শেখ আব্দুলা আল মামুন এ-র বিরুদ্ধে কাবীন জালিয়াতি প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে এক শিক্ষার্থী।এ ঘটনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ংকর প্রতারণা তথ্য ঐ ছাত্রী বা আশপাশের একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন। উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন এ-র কিসমত ইলিশপুর গ্রামের ডাঃ আবুল বাশারের ছেলে, মোহাম্মদপুর সরকারী কমার্শিয়াল ইনস্টিটিউট কর্মরত শেখ আব্দুল্লা আল মামুন, ১০ মাস আগে একুই ইউনিয়নের হুলু’হলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের বড় মেয়ে যশোর এমএম কলেজের ইংরেজি অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার ইভাকে পরিবারকে না জানিয়ে দুজন গোপনে কাবীননামা স্ইয়ের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
যশোর ফাতেমা হাসপাতালের পাশে একটি ভবনের তৃতীয় তলায় ও যশোর বিমান অফিস মোড়ে ভাড়া থাকার কিছু দিনের মধ্যে ঢাকা থেকে যাতায়াত করা অসম্ভব হলে, আল মামুন স্ত্রীকে নিয়ে (২০২১এর ৩ এপ্রিল) মোহাম্মদপুর নবদ্বয় হাউজিং এবং লালমাটিয়া কাজী নজরুল ইসলাম রোডের জি ব্লকের বাসায় ডিসেম্বর পর্যন্ত ভাড়া থাকা অবস্থায় গত ২৩ শে জানুয়ারী বাড়িতে বেড়াতে আসলে ইভা মামুনকে বলে মা’কে কাবীনের কাগজটা দেখতে হবে। তখন মামুন ক্ষিপ্ত হয়ে শশুর বাড়ি থেকে রাত ১১টার সময় নিজ বাড়িতে চলে আসলে ২৪শে জানুয়ারী সকাল ৭টার সময় ইভা স্বামীর বাড়িতে এসে জানতে পারে মামুনকে পরিবার অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে। এ অবস্থায় ইভা ৯৯৯ ফোন দিলে সকাল ১১সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লম্পট মামুনের পরিবার আশ্বস্ত করেন মিমাংসা করে নেওয়ার। রাত দুইটার সময় ইভাকে বাপের বাড়িতে পৌঁছে দিয়ে উল্টো ইভার পরিবারকে ফোন দিয়ে জানানো হয়েছে ঐ ছাত্রীকে লম্পট মামুন বিবাহ করেনি। স্বামী হারা ইভার মা ফেরদৌসী আক্তার, নিরুপায় হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন।
সোনিয়া আক্তার ইভা আরও বলেন ফেসবুকে লম্পট মামুনের সাথে আড়াই বছর আগে পরিচয়। পরিচয়ের ছ’মাস পরে থেকে দুজনের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে ওঠে ২১ সালের শেষে মেয়েটি বাচ্চা নিতে চাইলে মামুন নিষেধ করে বলে পরিবার পক্ষ থেকে বিয়ে মেনে নিতে চাইছে না অপেক্ষা করতে হবে বলে ইভা জানিয়েছে।এঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা আবু হানিফ জানান, দুই অভিযুক্ত আসামী পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

