সমাজের আলো: চার কেজি সোনা আটকের ঘটনায় একটি পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগ করায় পুলিশ ক্ষুব্ধ হয়েছে।তাকে মীমাংসার জন্য হুমকি ধামকি দেওয়া হচেছ।কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার ঘটনা এটি। কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকর মনিরুল ইসলাম মনি জানান,কিছু দিন আগে ভারতীয় বিএসএফ সদস্যরা চার কেজি সোনাসমহ এক চোরাকারবারিকে আটক করে।এ সোনা মনি ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলে একই এলাকার ইছারুল,গোলাম ও কালামের নেতৃ ত্বে তার উপর ও বাড়িতে হামলা চালায়। মারধোর করা হয় তাকে ও তার মাকে ।মনি জানান আমাকে যে কোন সময় হত্যা করা হতে পারে ।আমাকে বের হতে দিচেছ না।এ ঘটনায় প্রতিকার চেয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ কোন ব্যাবস্থা গ্রহণ না করে উল্টে আমাকে পুলিশ হুমকি ধামকি দিচেছ।

