কলারোয়া প্রতিনিধি। । কলারোয়ার কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগে এক অযোগ্য প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এমনটি অভিযোগ করলেন-কাঁদপুর গ্রামের আওয়ামীলীগনেতা আব্দুল খালেক। তিনি বলেন,গত ১৩নভেম্বর-২০২০তারিখে ওই বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিজ্ঞপ্তিটি জনবহুল পত্রিকায় প্রকাশ করার কথা থাকলেও তিনি তা না করে প্রচার সংখ্যা কম এমন পত্রিকায় ১৩ নভেম্বর প্রকাশ করেন। এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় বেশির ভাগ আবেদনকারী জানতে পারেন নি। স্থানীয় পত্রিকায় কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন মিলে মোট ৫টি পত্রিকা আসে কলারোয়ায়। যা কলারোয়ার পত্রিকা সরবরাহকারীদের মাধ্যমে জানা যায়। এদিকে ওই পদে প্রার্থীর নেয়ার জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়-কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর অবশ্যক। পদের জন্য ৫০০/=টাকা পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন পাঠাতে হবে। এই বিজ্ঞপ্তিতে কোন শিক্ষগত যোগ্যতা উল্লেখ্য নেই। এমনকি ৫০০/=টাকা পোষ্টাল অর্ডার ফেরত যোগ্য না অফেরত যোগ্য তাও উল্লেখ্য করা হয়নি। লোকমুখে জানতে পেরে চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে রাকিব হোসেন, আশরাফ হোসেন, কাদপুর গ্রাম থেকে রোকনুজ্জামান, ও চুপড়িয়া গ্রাম থেকে আজমল হোসেন সবুজ ও মহিউদ্দীন নামে ৫ ব্যক্তি প্রার্থী হিসাবে আবেদন করেন। বৃহস্পতিবার সকালে ওই ৫ প্রার্থীর সকল কাগজপত্র যাচাই করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যনোরা। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষাগত যোগ্যতা না চাওয়ায় অযোগ্য প্রার্থীরাই বেশির ভাগ আবেদন করেছেন বলে জানা গেছে। এর মধ্যে ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হাসান আজিজ আহম্মেদের চাচাতো বোনের ছেলে আশরাফ হোসেনকে প্রাথমিক ভাবে তারা মনোনিত করেছে বলে প্রার্থী রোকনুজ্জামান অভিযোগ করেন। কিন্তু প্রার্থী আশরাফ হোসেনের আবেদন পত্রে বহু ভুল দেখা গেছে। ইং বানান কি তা জানেন না, নিয়োগ বিজ্ঞপ্তির স্থানে বিজ্ঞাপনের কথা লেখেন, তার কম্পিউটার সার্টিফিকেট এ লেখা আছে যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমী, কিন্তু সেখানে সনদ পত্রও লেখা নেই। তাহলে এটা কি সনদপত্র, সাটিফিকেট। এছাড়া তার আবেদন পত্রে লেখা রয়েছে-কারিগরি বোর্ড। এছাড়া অসংখ্য বানান ভুল রয়েছে তার আবেদন পত্রে। তাকে কিভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মনোনিত করেন। এদিকে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন-যোগ্য ও বিধি মোতাবেক ভাবে ওই বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর হিসাবে নিয়োগ পান তার জন্য উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন-তিনি সঠিক ভাবে এবং বিধি মোতাবেক কম্পিউটার ল্যাব অপারেটর নিবেন এবং তার বিদ্যালয়ে নিয়োগ দিবেন। স্কুল ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হাসান আজিজ আহম্মেদের চাচাতো বোনের ছেলে আশরাফ হোসেনকে প্রাথমিক ভাবে তারা মনোনিত হয়েছে বিষয়টি অশ^ীকার করে বলে,যারা কথাটি বলেছেন তারা ঠিক বলেন নি। আমার আত্নীয় হতে পারে কিন্তু আমি কোন অনিয়মের প্রশ্রয় দেই না। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান ইয়ার মোহাম্মাদের সেল ফোনে যোগাযোগ করতে না পারায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

