সমাজের আলো: কলারোয়া কেড়াগাছী সীমান্তে চোরাচালানীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে কাকডাঙ্গা সীমান্তের কেড়াগাছী রথখোলা বাজারে। ২৮ জানুয়ারী দৈনিক কালের চিত্র পত্রিকায় সীমান্তের কেড়াগাছী আমতলা পোস্টে বিজিবি কর্তৃক চোরাচালানী চক্রের সদস্যদের সাথে একটি ঘটনা ঘটে। কাকডাঙ্গা সীমান্তে দুই চোরাকারবারি আহত শিরোনামে ” সংবাদ প্রকাশ হয় দৈনিক কালের চিত্র পত্রিকায়। এর জের ধরে সাংবাদিক লাঙ্গলঝাড়া ও কেড়াগাছী প্রতিনিধি হামলার শিকার হয়েছে সোহাগ । হামলা করেছে রফিকুল, হাছান,তূহিনসহ কয়েক জন
হামলার ঘটনায় কলারোয়া থানায় একটা লিখিত অভিযোগ হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান সঠিক তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

