সমাজের আলো : গত ২৬ জুলাই গভীর রাতে কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ছমির খানের পুত্র কওছার খান (৬০)এর সাদা রংয়ের প্রায় ১লক্ষ টাকা মূল্যের ১টি গাভী চুরি হয়েছে।
এছাড়া দেয়াড়া গ্রামের মনিরুলের পুত্র দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র স্বাধীনের স্কুল থেকে ১টি বাইসাইকেল, খোরদো কৃষি ব্যাংক চত্ত্বর থেকে উলুডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ১টি বাইসাইকেল, দেয়াড়া গ্রামের তারিফ সরদারের পুত্র মতিয়ার রহমানের ১টি সাইকেল, শেখের আলীর পুত্র আব্দুল গণির বাড়ি ও মাঠ থেকে ২টি মোটর, ছাগল ব্যবসায়ী কালামের বাড়ি থেকে ৮০কেজি পেরেক, ৫কয়েল দামি তার, ১টি বাইসাইকেল, ১টি হাতুড়ি চুরি হয়েছে। এতে করে এলাকায় চুরির আতংক বিরাজ করছে।
