এস এম আবু রায়হান : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের চিতলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও মস্তিষ্কে আঘাত প্রাপ্ত তাছলিমা খাতুনকে চিকিৎসার্থে আর্থিক সহায়তা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো জেলার অন্যতম মানবিক সংগঠন ড্রিম সাতক্ষীরা। স ড্রিম সাতক্ষীরার কাছে সাহায্যের জন্য আবেদন করেন।ড্রিম সাতক্ষীরা পরিবার সেই মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নেন এবং গ্রুপে একটা পোস্ট এবং লাইভ ও করা হয় সেটা নিয়ে। আলহামদুলিল্লাহ ড্রিম সাতক্ষীরা পরিবার খুবই ভালো সাড়া পেয়েছিলো এবং অনেকেই সাহায্য ও সহযোগিতা করেছিলেন।গত (২২/০১/২০২১) তারিখ সকাল ৯.০০টায় আমাদের ড্রিম সাতক্ষীরা পরিবারের এডমিন সিনথিয়া রহমান,মাসুম বিল্লাহ মডারেটর আরিফ হোসেন,মোর্তজা,ইমরান নাজির সহ তাছলিমাকে নিয়ে নাজমুল ক্লিনিকে উপস্থিত হন। ডাঃধিরাজ মোহন স্যারের কাছে তাসলিমা খাতুন কে দেখানো হয়, চিকিৎসার ব্যবস্থা করেন, এবং ওষুধ কিনে দেন। ড্রিম সাতক্ষীরা পরিবারে এই কার্যক্রম দেখে এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন।

