সমাজের আলো : কলারোয়ার মাঝারি এক আওয়ামীলীগ নেতার অফিসে নিয়মিত ভাবে ফেনসিডিলে পিকনিক হচেছ বলে অভিযোগ উঠেছে। কলারোয়া বাজারের মাছ বাজার রোডে ওই আওয়ামীলীগ নেতার নিজস্ব অফিস রয়েছে। ওই অফিসে সন্ধার পরে ফেনসিডিলের পিকনিক হয়। কলারোয়ার বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল খোররা অফিসে জড়ো হন। এরপর চলে ফেনসিডিলের পিকনিক। ফ্রী খাওয়া সদস্য আছে কয়েক জন। তারা নিয়মিত অফিসে উঠাবসা করেন।ওই আওয়ামীলীগ নেতার সাথে চলেন। ওনার বাহীনির সদস্য তারা। সদস্যদের রক্ত পরীক্ষা করলে সব বের হবে । ওই নেতা ফেনসিডিলসহ আটক হয়েছে ।

