সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন বাতিলের দাবীতে কলারোয়া জজ আদালতে সাতক্ষীরাতে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১২ই জানুয়ারী অভিযোগে উল্লেখ করা হয়েছে -ষড়যন্ত্রমুলক প্রহসন মূলক জোরপূর্বক নীতি বর্হিভুত মূলক ভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনানীতি মালা বর্হিভুত হয়ে ও নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করা হয়।
ভোট গ্রহন করেছেন বলে অভিযোগ পাওয়া যায় । এক তরফা ভাবে সভাপতি নির্বাচিত করার পায়তারা চললে, যে কারনে বিশৃংখলা সৃষ্টি হচ্ছে। এমনকি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ অসন্তোষ্ট হয়েছে। এই বিষয়ে অভিভাবক তকিবুর মোড়ল বাদী হয়ে কলারোয়া জজ আদালত সাতক্ষীরাতে ১২ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে তদন্তপূর্বক পূণরায় নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি ।

