সমাজের আলো: কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী ও আয়া পদে লোক নিতে প্রায় ২৫ লক্ষাধিক টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের বাঁকালে দারুল হাদিস আহম্মাদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিয়োগ বাণিজ্যের বিষয়ে সাংবাদিকরা সংশ্লিষ্ট শাখায় খোঁজ খবর নিলে ঘোষণা ছাড়াই নাটকীয় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে সকাল থেকে অপেক্ষমান পরীক্ষার্থীরা মাদ্রাসার সুপার ও নিয়োগ কমিটির কাউকে না পেয়ে নিরাশ হয়ে পরীক্ষা কেন্দ্র থেকে ফিরে যান। নৈশ প্রহরী পদে পরীক্ষা দিতে আসা প্রার্থী মো. আব্দুল জলিল জানান, ‘সরসকাটি মাদ্রাসায় নৈশ প্রহরীর নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলাম। এরপর হঠাৎ গতকাল বৃহস্পতিবার (পরীক্ষার পূর্বের দিন ১৭ সেপ্টেম্বর) রাত ৭টার পরে আমার বাসায় একটা চিঠি পাঠানো হয় এবং জানানো হয় কাল সকাল ১০ টায় সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে থাকা সরসকাটি মাদ্রাসা কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল খালেক জানান, আজ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে তাই আমি এখানে এসেছি। কয়েকজন পরীক্ষার্থীরাও এসেছে পরীক্ষা দিতে। তিনি আরও জানান, নৈশ প্রহরী পদের বিপরীতে ১০ জন আবেদন করেছে এবং আয়া পদের বিপরীতে ৭ জন আবেদন করেছেন। এ বিষয়ে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সরসকাটি মাদ্রাসার নিয়োগ বোর্ডের সদস্য আব্দুল হামিদ জানান, ‘আজ পরীক্ষা কি’না সে বিষয়টি আমি নিশ্চিত না। এদিকে ওই নিয়োগ পরীক্ষায় অর্থ বাণিজ্যের বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন নৈশ প্রহরী পদের প্রার্থী মাদ্রাসার পার্শ্ববর্তী ক্ষেত্রপাড়া এলাকার মো. মহিদুল ইসলামের ছেলে মো. রিপন হোসেন ও একই এলাকার আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে মো. আলমগীর হোসেন। লিখিত অভিযোগে তারা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০ টায় মাদ্রাসার পিয়ন তাদের বাড়িতে একটি চিঠি দিয়ে আসে এবং জানায় সকাল ১০ টায় সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারা উল্লেখ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে ২ জন প্রার্থীদের থেকে প্রায় ২৫ লক্ষাধিক টাকা নিয়ে তাদেরকে চুড়ান্ত করেছেন।
