সমাজের আলো :কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে মাদক, মানব পাচার, সন্ত্রাস বাল্যবিবাহ ও জঙ্গিবাদ দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি রবিবার বিকাল সাড়ে ৪ টায় সোনাবাড়িয়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ বেনজির হোসেন হেলাল এর সভাপতিত্বে মাদক সন্ত্রাস বাল্যবিয়ে ও জঙ্গিবাদের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মীর আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, পুলিশের ইন্সপেক্টর (তদন্ত)হাফিজুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সিদ্ধেশ্বর চক্রবর্তী বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাবাড়িয়া ইউনিয়নের সমাজসেবক আব্দুল সালাম, সমাজসেবক মোহাম্মদ রাজু সহ ইউনিয়নের সকল নব নির্বাচিত সকল সদস্য ও সাধারণ সদস্য সংরক্ষিত মহিলা সদস্যগণসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মীর আসাদুজ্জামান সকলের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ সরকারের উন্নতশীল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিন্তু কিছু কুচক্রী মহল মাদক সন্ত্রাস কে যুবসমাজকে মিলিয়ে দিয়ে জাতি বিনাশী যে কার্যক্রম চালাচ্ছে ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সম্প্রতি সমাজ গঠনের লক্ষ্যে তৎপর বিট পুলিশিং। আপনাদের যেকোন সমস্যায় আমাদেরকে সরাসরি জানাবেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখলে সাথে সাথে থানা পুলিশকে জানানোর আহ্বান ও করেন এই অফিসার।অনুষ্ঠানটি পরিচালনা করেন, কলারোয়া থানা পুলিশের এসআই স ম রেজাউল ইসলাম , এসময় সোনাবাড়িয়া ইউনিয়নের পুলিশের এসআই হাফিজুল রহমানসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

