সমাজের আলো: কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি সংরক্ষিত মহিলা আসনে দুই প্রার্থী একই ভোট পাওয়ায় পুনরায় ভোটগ্রহণের দাবী জানিয়েছেন এক প্রার্থী।

সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সোনাবাড়ীয়া ইউপি নির্বাচনে ৪নং মাদরা ওয়ার্ড, ৫নং দক্ষিণ সোনাবাড়ীয়া ওয়ার্ড ও ৬নং উত্তর সোনাবাড়ীয়া ওয়ার্ডে জিরাফ প্রতীকের প্রার্থী মোছা: রহিমা খাতুন এবং মাইক প্রতীকের প্রার্থী জলি আক্তার একই ভোট পায়। উভয়ের ফলাফল একই হয়।
জিরাফ প্রতীকের প্রার্থী মোছা: রহিমা খাতুন সাংবাদিকদের বলেন, আমি ৪নং ওয়ার্ডে ২৮৪ ভোট, ৫নং ওয়ার্ডে ৪৬৭ ভোট ও ৬নং ওয়ার্ডে ৫৭১ ভোট সর্বমোট ১৩২২ ভোট পেয়েছি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইক প্রতীকের প্রার্থী ডলি আক্তারও একই ভোট পেয়েছেন। আমি এই সংরিক্ষত ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের জোর দাবী জানাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে সোনাবাড়ীয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, সোনাবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে দুই প্রার্থী একই ভোট পেয়েছেন। পুনরায় ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে আমরা একটি লিখিত দরখাস্ত পেয়েছি।
এই ওয়ার্ডের চূড়ান্ত ফলাফল লটারি নাকি পুনরায় ভোটের মাধ্যমে নির্ধারণ হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- লটারি নয়, পুনরায় ভোটের মাধ্যমে এখানে ফলাফল নির্ধারণ হবে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো, পুনরায় ভোট কবে হবে সেটা উনারা ঠিক করবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *