সমাজের আলো : কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটে ৮ জন অভিভাবক ও ৩জন শিক্ষক প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে ৪জন অভিভাবক ও ২ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। তিনি গণমাধ্যমকে বলেন, সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমূখর পরিবেশে তাদের ভোট প্রদান করেছেন। দুপুরের দিকে ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর। ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।নির্বাচনে শিক্ষকদের ভোটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন- সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী ও জি.এম সেলিম রেজা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন সহকারী শিক্ষক মো: শওকত আলী।
অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত ৪ সদস্য হলেন- মোঃ আনারুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৭১), মো: মনিরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২১১), মো: নবীছদ্দীন (প্রাপ্ত ভোট ২১০), শরীফুজ্জামান উজ্জল (প্রাপ্ত ভোট ১৫৯)।নিকটতম অপর ৪ প্রার্থীরা হলেন-মো: রেজাউল ইসলাম (প্রাপ্ত ভোট ১৫৫), মো: আলতাফ হোসেন (প্রাপ্ত ভোট ১৫৩), রনজিৎ কুমার (প্রাপ্ত ভোট ১৫২), শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৪৬)।
এদিকে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন- দাতা সদস্য মো: নূরুল ইসলাম, নারী শিক্ষক প্রতিনিধি রোকসানা খাতুন, নারী অভিভাবক সদস্য রেশমা পারভীন। উল্লেখ্য, বিগত ১৮ নভেম্বর সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের তফসীল ঘোষণা করা হয়।
