সমাজের আলো : হেলাতলায় ৩টি পুকুরে বিষ দিয়ে ১১লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। বুধবার (১০আগস্ট) সকালে এ ঘটনাটি ঘটেছে-উপজেলার হেলাতলা গ্রামে। ক্ষতিগ্রস্ত মাছ চাষী হেলাতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান-গ্রামে তার ৩টি পুকুরে চারা পাঙ্গাস, রুই ও বড় পাঙ্গাস মাছ ছাড়া ছিলো। বুধবার সকালে তিনি মাছ চাষের পুকুরে গিয়ে দেখেন তার পুকুরের সব মাছ মরে পানির উপর ভাসছে। কে বা কাহারা শত্রæতা করে বিষ দিয়ে ওই মাছ মেরে দিয়েছে। তিনি আরো জানান-ওই পুকুরে ৭০ হাজার চারা পাঙ্গাস মাছ ছাড়া ছিলো যার বাজার মূল্যে প্রায় ৭লাখ টাকা। এর আগে ৯তারিখ রাতে ১০মণ রুই মাছ ছাড়া পুকুরে বিষ দিয়ে ১লাখ টাকা ও ৮ তারিখ রাতে আরো একটি পুকুরে ৩লাখ টাকার বড় পাঙ্গাস মাছ ছাড়া পুকুরে বিষ দিয়ে ক্ষতিগ্রস্ত করে। তিনি বিষয়টি বুধবার সকালে কলারোয়া উপজেলা মৎস্য অফিস ও থানায় অভিযোগ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *