সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ায় এক অসহায় নারীর বাড়ি-ঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত হাসিনা খাতুন জানান-ওই এলাকার শরিফুল খান বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে তাদের বসতঘর ভাংচুর করে।

এসময় ইনবার ফার্মাসিটিক্যাল কোম্পানীর ম্যানেজার আব্দুর রহিম ও কলারোয়া উপজেলা পিআইও অফিসের ঠিকাদার সুভাষ চন্দ্র ঘর ভাংগার কাজে অংশ গ্রহণ করে। হাসিনা খাতুন আরো জানান-তার স্বামীকে নিয়ে ওই ২শতক জমির উপর একটি কুড়ে ঘরে বসাবাস করতেন। ঘর ভেঙে ফেলার কারণে সকালে তারা ভাতও খেতে পারেননি। রাতে কোথায় থাকবেন। খোলা আকাশের নিয়ে রয়েছে তাদের ঘরের মালামাল। তাদের বসত ঘর ভেঙ্গে দিয়ে শরিফুল খান ওই সময় ঢাকায় চলে গেছে। এবিষয়ে অভিযুক্ত শরিফুল খান জানান-তার জমিতে অবৈধ ভাবে তারা বসত ঘর বানিয়ে বসবাস করতেন। অনেক বার বলার সত্তে¡ও তারা ঘর সরিয়ে না নেওয়ার কারনে তা ভেঙে দিয়েছেন। কেরালকাতা ইউপি চেয়ারম্যান স. ম মোরশেদ আলী বলেন-তিনি লোকমুখে এরকম একটি ঘটনা শুনেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত হাসিনা খাতুন ন্যায় বিচার দাবী করে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *