সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ ভাবে জমি দখল নিতে না পারায় ব্যবসায়ীকে জীবণ নাশের হুমকি দিয়ে কাঠের ঘর ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে,কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামে। এসএম আজাদুর রহমান জানান রবিবার ২০শে ফেব্রুয়ারি বিকাল ৫টার সময় প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে কাঠের ঘর সীমানা প্রাচীর ভাঙচুর করে। সাতক্ষীরা আদালতে জমির মালিক মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে এসএম আজাদুর রহমান বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহন করে তদন্ত পূর্বক আদেশ দেন। এই আদেশে বলা হয়-বাদী এসএম আজাদুর রহমানের পক্ষের মালিকানাধীন ও দখলে থাকা নালিশী সম্পত্তিতে প্রবেশ বিবাদী আতিয়ার রহমানের পক্ষে সাময়িক ভাবে বারিত করা হলো। একই সাথে এসএম আজাদুর রহমানের পক্ষের মালিকানাধীন ও দখলে থাকা নালিশী সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি দেং-২৭/২২নং মামলা দায়ের করেন। এর পরেও বিবাদী আতিয়ার রহমানের ছেলে আক্তারুল ইসলাম বাঁশের লাঠি শাবল দিয়ে সীমানা প্রাচীর ও কাঠের ঘর ভাঙচুর করে। এসএম আজাদুর রহমান বলেন আমি বাধা দিতে গেলে আমাদের মেরে ফেলে দেয়ার হুমকি দিচ্ছে, এছাড়া বিভিন্ন অপরিচিত লোকজন দিয়ে তাদের দুই ভাইকে জীবণ নাশের হুমকি দেয়া হচ্ছে। যে কোন সময় তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে তারা আশংকা করছেন। এদিকে জমির মালিক এসএম আজাদুর রহমান ও আতাউর রহমান বিপ্লব ন্যায় বিচারের দাবীতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

