সমাজের আলো : কলারোয়ায় ইউনিয়ন পরিষদের ২০২১-২৫ অর্থ বছরের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা পর্যায়ে এক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে অগ্রগতি সংস্থার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। কর্মশালায় উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ আশিক বাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন শাহা, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান, উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, সাধারণ সম্পাদক শীলা রাণী হালদার, সকল ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার উপজেলা প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লতিকা রাণী ঘোষ, সাইদুর রহমান, ওয়ালিদ প্রমুখ। উন্মুক্ত আলোচনার পুর্বে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়য়ক (সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্প) একটি পুস্তিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা। বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *