সমাজের আলো : কলারোয়ার পল্লিতে ঈদগাহের গেট ভেঙ্গে চাপা পড়ে আবির (৫) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার বিকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবির গয়ড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
ঘটনার সময় আবির সহ অন্যান্য বাচ্চারা গেটের সামনে রাখা ভ্যানে বসে খেলা করছিলো। এ সময় অসাবধানতা বসত ভ্যানের পিকাপ চাপলে গেটে গিয়ে আঘাত করে।
এসময় গেট ভেঙ্গে আবির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলরোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, গেট চাপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

